১) কমনওয়েলথ গেমসে সোনা জয় বাংলার অচিন্ত্য শিউলির। ভারোত্তোলনে সোনা জিতলেন অচিন্ত্য। একাদশতম বাঙালি হিসাবে কমনওয়েলথে সোনা জিতলেন তিনি। গেমস রেকর্ডও গড়লেন অচিন্ত্য।

২) কমনওয়েলথ গেমসে প্রথম জয় ভারতের। রবিবার পাকিস্তানকে ৮ উইকেটে হারাল হরমনপ্রীত কৌরের দল। এই জয়ের ফলে কমনওয়েলথ গেমসে পদকের আশা জিইয়ে রাখল ভারতের প্রমিলা ব্রিগেড।
৩) কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে সোনা পেলেন জেরেমি লালরিন্নুঙ্গা। ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে ১৬০ কেজি তুললেন জেরেমি। তুললেন মোট ৩০০ কেজি। কমনওয়েলথ গেমসের নতুন রেকর্ড ভারতীয় তরুণের হাত ধরে।

৪) ডুরান্ড কাপে ডার্বি পিছিয়ে যাওয়ায় হতাশ বাগান কোচ জুয়ান ফেরান্দো। তিনি বলেন,” প্রথম ম্যাচ ডার্বি খেলতে হবে জানার পরেই আমরা প্রস্তুতির বিশেষ পরিকল্পনা করেছিলাম। এখন তা বদলাতে হবে। এটা খুবই সমস্যার। যে ভাবে ক্রীড়সূচি পরিবর্তন করা হচ্ছে তাতে আমি অত্যন্ত হতাশ।

৫) সকালেই কলকাতা পা দিয়েছেন, আর তার কয়েক ঘণ্টার মধ্যেই দলের সঙ্গে বিকেলের অনুশীলনে নেমে পরলেন ফ্লোরেন্তিন পোগবা। কবে মাঠে নামার মত জায়গায় পৌছবেন ফ্লোরেন্তিন পোগবা? এই প্রসঙ্গে আত্মবিশ্বাসী তিনি। এই নিয়ে পোগবা বলেন, “ফিট রয়েছি।”
আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ














































































































































