অবিরাম বৃষ্টির মধ্যেই দোসর ভূমিকম্প। সাতসকালেই কেঁপে উঠল উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। কম্পনের তীব্রতা অতটা না অনুভূত হলেও কয়েক সেকেন্ডের কম্পনে আতঙ্কিত হয়ে পড়েন মানুষ। যদিও ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি।

আরও পড়ুন:সাতসকালে শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতের বাড়িতে ইডি
জানা গিয়েছে, এদিন সকাল ৮টার একটু আগেই ভূমিকম্প অনুভূত হয় উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, নেপালের কাঠমান্ডু থেকে ১৪৭ কিমি দূরে ১০ কিমি গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। রিখটার স্কেল অনুযায়ী, এদিন কম্পনের মাত্রা ছিল ৫.৫৷ শিলিগুড়ি সহ দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াঙে এই কম্পন অনুভূত হয়।
প্রসঙ্গত, উত্তরবঙ্গে নাগাড়ে বৃষ্টি অব্যাহত রয়েছে। শুক্রবার অবশ্য বৃষ্টির পরিমাণ কিছুটা কম ছিল। তবে অনবরত বৃষ্টিতে উত্তরবঙ্গে নদীর জলস্তর বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি ধসের আশঙ্কাও করা হচ্ছে। এরই মাঝে ভূমিকম্প চিন্তা বাড়িয়েছে উত্তরবঙ্গবাসীর।









































































































































