দশ দিনের মধ্যেই ফের করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট

0
2

বুস্টার ডোজ নেওয়া সত্ত্বেও ফের কোভিড আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, তাঁর করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। যদিও ঘরেই নিভৃতবাসে রয়েছেন।

আরও পড়ুন:বাংলা সঙ্গীত জগতে ফের নক্ষত্রপতন! প্রয়াত নির্মলা মিশ্র

বাইডেনের চিকিৎসক জানিয়েছেন, তাঁর শরীরে রোগের কোনও উপসর্গ নেই। তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে। মঙ্গলবার থেকে প্রেসিডেন্টের কোভিড পরীক্ষা চলছে। শুক্রবার পর্যন্ত তাঁর ‘অ্যান্টিজেন টেস্ট’-এর ফল ‘নেগেটিভ’ই আসে। কিন্তু শনিবার সকালে ফের টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। এর পরেই চিকিৎসকরা তাঁকে নিভৃতবাসে থাকার পরামর্শ দেন।

প্রসঙ্গত, দিন কয়েক আগেই মৃদু উপসর্গ নিয়ে করোনা আক্রান্ত হন বাইডেন। তারপর ফের অল্প কয়েক দিনের মধ্যে এই রোগে পুনরায় আক্রান্ত হওয়াকে বিরল বলেই মনে করছেন চিকিৎসকেরা।