১) কমনওয়েলথ গেমসে এল সোনার পদক। ভারোত্তোলনে সোনার পদক জয় মীরাবাঈ চানুর। টোকিও অলিম্পিক্সে রুপো জয়ের পর বার্মিংহামে কমনওয়েলথ গেমসে সোনা জিতলেন চানু।

২) কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনে দেশকে রুপোর পদক এনে দিলেন সঙ্কেত সারগার । শনিবার ভারোত্তোলনে রুপোর পদক জয় করলেন সঙ্কেত। ছেলেদের ৫৫ কেজি বিভারে স্ন্যাচে সর্বোচ্চ ১১৩ কেজি ভারোত্তোলেন সঙ্কেত।
৩) কমনওয়েলথ গেমসের ভারোত্তোলনে ব্রোঞ্জ পদক জয় গুরুরাজা পুজারির। ৬১ কেজি বিভাগে পদক জিতলেন গুরুরাজা পুজারি মোট ২৬৯ কেজি ওজন তুলে ব্রোঞ্জ জিতেছেন তিনি।

৪) শনিবার জিম্বাবুয়ের বিরুদ্ধে একদিনের সিরিজের দল ঘোষণা করল ভারত । দলের নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজেও নেতৃত্ব দিয়েছেন তিনি। বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা বিরাট কোহলিদের।

৫) ইস্টবেঙ্গলে বিনো জর্জ। তাঁকে স্বাগত জানান ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার। লাল-হলুদ উত্তরীয় পরিয়ে ক্লাবের তরফে বিনো জর্জকে বরণ করা হয়। ঘুরে দেখলেন মাঠ-পরিকাঠামো।সামনের সপ্তাহেই দল নিয়ে মাঠে নেমে পড়তে চান বিনো
আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ














































































































































