করোনার মাঝেই আতঙ্ক ছড়াচ্ছে মাঙ্কিপক্স। এ বার ভারতে আট বছরের শিশুর শরীরেও মাঙ্কিপক্সের উপসর্গ ধরা পড়ল। অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলেয় এক বালকের শরীরের এই ভাইরাসের উপসর্গ মেলায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

আরও পড়ুন:সাতসকালেই ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ
সংবাদ সংস্থা সূত্রের খবর, ওই বালককে সরকারি হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ ঘটনায় উদ্বিগ্ন রাজ্যের স্বাস্থ্য দফতরও। তাদের তরফে জানান হয়েছে,”ওই বালকের বাড়ি ওড়িশায়। ১৫ দিন আগে সে অন্ধ্রপ্রদেশে আসে। এক সপ্তাহ পর তার জ্বর হয়। সেই সঙ্গে দেহে র্যাশও দেখা যায়।” চিকিৎসকেরা জানান, ওই বালকের শরীরের মাঙ্কিপক্সের উপসর্গ দেখা যাওয়ায় তাকে আইসোলেশনে রাখা হয়েছে। তার শরীরের নমুনা সংগ্রহ করে তা পুণের গবেষণাগারে পাঠানো হয়েছে।”
প্রসঙ্গত, এর আগে তেলেঙ্গানা ও কেরলে মাঙ্কিপক্সের ভাইরাস পাওয়া গিয়েছে।দেশে প্রথম মাঙ্কিপক্সে আক্রান্ত কেরলের ব্যক্তি পুরোপুরি সুস্থ রয়েছেন বলে জানান হয়েছে।









































































































































