কমনওয়েলথ গেমসে প্রথম পদক, দেশকে রুপো এনে দিলেন সঙ্কেত

0
3

কমনওয়েলথ গেমসে ( Commonwealth Games) প্রথম পদক জয় ভারতের (India)। কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনে দেশকে রুপোর পদক এনে দিলেন সঙ্কেত সারগার (Sanket Sargar)। শনিবার ভারোত্তোলনে  রুপোর পদক জয় করলেন সঙ্কেত।

ভারোত্তলন থেকে কমনওয়েলথ গেমসের প্রথম পদক ঘরে তুলল ভারত। রুপো দিয়ে পদক জয়ের যাত্রা শুরু করে টিম ইন্ডিয়া। ছেলেদের ৫৫ কেজি বিভারে স্ন্যাচে সর্বোচ্চ ১১৩ কেজি ভারোত্তোলেন সঙ্কেত। ক্লিন অ্যান্ড জার্কে তিনি ১৩৫ কেজি ভারর তোলেন। সব মিলিয়ে ২৪৮ কোজি ভার তুলে রুপো জেতেন সঙ্কেত।

শনিবার বার্মিংহ্যামে অল্পের জন্য সোনা জেতা হল না সঙ্কেতের। শেষ সুযোগে ১৩৯ কেজি তুলতে গিয়ে চোট পান সঙ্কেত চোট। মালয়েশিয়ার প্রতিযোগী বিন কাসদান মহম্মদ আনিক ১৪২ কেজি তুলে সোনার পদক জিতলেন। এদিন শীর্ষেই বিচরণ করছিলেন সঙ্কেত। শেষ মুহূর্তে চোট না পেলে রুপো নয়, দেশকে সোনাই এনে দিতে পারতেন তিনি।

আরও পড়ুন:Rohit Sharma: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নেমে অনন‍্য নজির গড়লেন রোহিত শর্মা