পার্থর কাছে পৌঁছে দিলেই সেদিনের মতো ছুটি, চাঞ্চল্যকর দাবি অর্পিতার ড্রাইভারের

0
1

চলতি বছরের জানুয়ারি পার্থ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের গাড়ি চালানোর কাজে ঢুকেছিলেন প্রণব ভট্টাচার্য। তারপরই একের পর এক চাঞ্চল্যকর দাবি করলেন অর্পিতার গাড়ির চালক। প্রণবের দাবি, ঘন ঘন অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে যেতেন পার্থ চট্টোপাধ্যায়। আবার অর্পিতাও নিজের আবাসনের বাইরে বিভিন্ন জায়গায় পার্থর সঙ্গে দেখা করতে যেতেন। অর্পিতাকে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পৌঁছে দিলেই সেদিনের মতো তাঁর ছুটি হয়ে যেত বলেই জানিয়েছেন প্রণব।

প্রণবের আরও দাবি, পার্থ চট্টোপাধ্যায় অর্পিতার নিভৃতে বেরতেন, তখন আর কেউ তাঁদের সঙ্গে থাকতো না। অর্পিতা কখনও কখনও ”ইচ্ছে” নামের পার্লার যেতেন। সবসময় সব জায়গায় তাঁকেও নিয়ে যাওয়া হতো না।

অর্পিতার ডায়মন্ড সিটি সাউথের ফ্ল্যাটে চারটে দামি গাড়ি দেখেছেন প্রণব। তবে বেশ কয়েক মাস আবাসনের গ্যারেজে। সেগুলি আর দেখা যায়নি। গাড়িগুলো কোথায় আছে সেটা তাঁর জানা নেই বলে জানিয়েছেন অর্পিতার ড্রাইভার।

আরও পড়ুন:আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে