বৃহস্পতিবার রাতে জাকজমকপূর্ণ ভাবে শুরু হল কমনওয়েলথ গেমসের (Commonwealth Games) উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠান শুরু হয় ভাংড়া নাচ দিয়ে। উদ্ধোধনী অনুষ্ঠানে বার্মিংহামের আলেকজান্ডার স্টেডিয়ামে উপস্থিত ছিলেন প্রায় ৩০ হাজার দর্শক। এবারের কমনওয়েলথ গেমসে ৭২টি দেশের পাঁচ হাজারেরও বেশি অ্যাথলিট যোগ দিয়েছে। অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক ছিলেন পিভি সিন্ধু (PV Sindhu) এবং হকি তারকা মনপ্রীত সিং (Manpreet Singh)। ভারতীয় তারকাদের পরনে ছিল নীল কুর্তা ও সাদা পাজামা।
এবারের বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে অংশ নেবে ২১১ জন ভারতীয় অ্যাথলিট। যাঁদের মধ্যে পুরুষ অ্যাথলিট হলেন ১০৬জন। আর মহিলা অ্যাথলিট হলেন ১০৫ জন। চলতি প্রতিযোগিতা ১৬টি খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে ভারত। প্রথম দিনে ৯টি খেলায় লড়াই চালাবেন ভারতীয় অ্যাথলিটরা। প্রথম দিনেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যাত্রা শুরু করবে ভারতের মহিলা ক্রিকেট দল। ঘানার বিরুদ্ধে লড়াইয়ে নামবে ভারতের মহিলা হকি দল। পাকিস্তানের বিরুদ্ধে কোর্টে নামবে ভারতের ব্যাডমিন্টন দল।
গতবার গোল্ড কোস্টে চতুর্থ স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করে ভারতীয় হকি দল। ইংল্যান্ডের বিরুদ্ধে ব্রোঞ্জ পদকের ম্যাচে ০-৬ হারে মহিলা হকি দল। এবার ভারতের গ্রুপে রয়েছে ঘানা, ইংল্যান্ড, ওয়েলস ও কানাডা।
আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস