বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হলেন প্রণয় কুমার ভার্মা

0
2

বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হলেন প্রণয় কুমার ভার্মা। এই দায়িত্বে আগে ছিলেন বিক্রম দোরাইস্বামী। তিনি নিযুক্ত হবেন যুক্তরাজ্যে। বিক্রম দোরাইস্বামী ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে যোগ দিয়েছিলেন ২০২০ সালের অক্টোবরে।

২৯ জুলাই, শুক্রবার প্রকাশিত ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জানানো হয় খুব শিগগিরই বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে প্রণয় কুমার ভার্মা দায়িত্ব গ্রহণ করবেন। প্রণয় ভার্মা ভিয়েতনামের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হন ২০১৯ এর জুলাই মাসে। তার আগে তিনি নিয়োজিত ছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া বিভাগে। তিনি ফরেন সার্ভিসের যোগ দিয়েছিলেন ১৯৯৪ সালে। তিনি পরমাণু কূটনীতিক হিসেবে কাজ করেছেন অ্যাটমিক এনার্জিতে। এছাড়াও তিনি ভারতীয় কূটনীতিক হিসেবে কাজ করেছেন সানফ্রানসিস্কো, ওয়াশিংটন ডিসি, কাঠমান্ডু এবং হংকংয়ে।

আরও পড়ুন- চট্টগ্রামে ট্রেন-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু ১১ পর্যটকের