EastBengal: ঝুলনের পাশাপাশি ইস্টবেঙ্গলের ‘ভারত গৌরব’ সম্মান পাচ্ছেন লিয়েন্ডার পেজও

0
1

ঝুলন গোস্বামীর (Jhulan Goswami) পাশাপাশি ভারতের কিংবদন্তি টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজকে (Leander Paes ) ‘ভারত গৌরব’ সম্মান দিতে চলেছে ইস্টবেঙ্গল (EastBengal)। এর আগে জানানো হয়েছিল ১ আগস্ট ‘ভারত গৌরব’ সম্মান দেওয়া হবে ঝুলন গোস্বামীকে। তবে শুক্রবার ক্লাবের পক্ষ থেকে জানান হয় ভারতের মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের পাশাপাশি প্রাক্তন টেনিস তারকাকেও সম্মান জানাজে লাল-হলুদ।

এদিন ক্লাবের পক্ষ থেকে বলা হয়,” ভারতের কিংবদন্তি টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজ শহরে পৌঁছে গেছেন I আমরা আমাদের ক্লাবের ১০৩ তম প্রতিষ্ঠা দিবসে ‘ভারত গৌরব’ সম্মানে সম্মানিত করবো ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়িকা ঝুলন গোস্বামী এবং কিংবদন্তি টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজকে I”

১ অগাস্ট ক্লাবের ১০৩ তম প্রতিষ্ঠা দিবস। সেদিন বিকেলে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে সম্মান প্রদান অনুষ্ঠান। সেখানেই ঝুলন গোস্বামী, লিয়েন্ডার পেজকে সম্মানিত করবে ইস্টবেঙ্গল। একই মঞ্চে এই বছর জীবনকৃতি সম্মান পাবেন দুই প্রাক্তন ফুটবলার গৌতম সরকার এবং ক্লাবের প্রাক্তন অধিনায়ক স্বপন সেনগুপ্ত। প্রতিবারের মতো এবারও ময়দানের দুই রেফারি তপন হালদার এবং সুপ্রিয় ভট্টাচার্যকে  সম্মানিত করবে ক্লাব। এই অনুষ্ঠানেই ক্লাবের তরফে সাধারণ মানুষের চিকিৎসার জন্য ২ লক্ষ টাকা লিভার ফাউন্ডেশনের হাতে তুলে দেওয়া হবে।

আরও পড়ুন:Derby: পিছিয়ে যেতে পারে ডুরান্ড কাপের ইস্ট-মোহন ডার্বি : সূত্র