২০২৫-এর মধ্যে মিগ সিরিজের সমস্ত বিমান সরিয়ে নেবে ভারতীয় বায়ুসেনা

0
1

মিগ-২১ (Mig-21) যুদ্ধ বিমানগুলিকে (Fighter Jet) সরিয়ে আধুনিকীকরণের পথে হাঁটতে চলেছে ভারতীয় বায়ু সেনা। ২০২৫ সালের মধ্যেই মিগ সিরিজের সমস্ত ফাইটার জেটগুলিকে সরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন, বায়ুসেনার এক শীর্ষ আধিকারিক। তিনি বলেছেন, শ্রীনগরে মোতায়েন মিগ-২১ বিমানের ৫১ নম্বর স্কোয়াড্রনটিকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে তুলে নেওয়া হবে।

সোভিয়েত জমানার মিগ-২১ ফাইটার জেটগুলিকে নিয়ে বিস্তর বিতর্ক রয়েছে। গত বৃহস্পতিবার রাত ৯ টা নাগাদ রাজস্থানের বারমের জেলার ভিমদা গ্রামে ভারতীয় বায়ুসেনার একটি মিগ-২১ যুদ্ধ বিমান ভেঙে পড়ে। তারপরেই ওই বিমানটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনায় দুজন চালকের মৃত্যু হয়। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তবে কী কারণে বিমনটি দুর্ঘটনার কবলে পড়েছিল তা এখনও স্পষ্ট নয়। প্রসঙ্গত, এর আগেও মিগ-২১ যুদ্ধ বিমান একাধিকবার দুর্ঘটনার কবলে পড়েছিল।

উল্লেখ্য, মিগ সিরিজের বহু বিমানে আগেও যান্ত্রিক ত্রুটি মিলেছে। এই ধরণের যুদ্ধ বিমান চালাতে গিয়ে বহু পাইলটের মৃত্যুও হয়েছে। তারপরেও ভারতীয় বায়ুসেনায় পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার জন্য পুরনো এই বিমানগুলি ব্যবহার করা নিয়ে বিস্তর বিতর্ক রয়েছে।