আদালতের নির্দেশ মেনে আজ ফের স্বাস্থ্য পরীক্ষা পার্থ-অর্পিতার

0
3

আদালতের নির্দেশমত ৪৮ ঘণ্টা অন্তর পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। সেই নির্দেশ মেনেই শুক্রবার ফের একবার জোকার ইএসআই হাসপাতালে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে বের করে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে দুটি আলাদা গাড়িতে তোলা হয়। ইতিমধ্যেই জোকার ইএসআই হাসপাতালের উদ্দেশে তাঁদের নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।  এরআগে গত বুধবার তাঁদের দু’জনের মেডিক্যাল টেস্ট হয়।

আরও পড়ুন:আজ আন্দোলনরত চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠক অভিষেকের

শুক্রবার সকালেই পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে এক দফা জিজ্ঞাসাবাদ শুরু করেন ইডির আধিকারিকরা। এর আগে বৃহস্পতিবারই নয়াবাদে অর্পিতা মুখোপাধ্যায়ের আরও একটি ফ্ল্যাটে অভিযান চালায় ইডি। অর্পিতার ইডেন রেসিডেন্সিতেও ইডি হানা দেয় তারা। ডি ব্লকের বি থ্রি অ্যাপার্টমেন্টে চারতলায় দীর্ঘক্ষণ তল্লাশি চালায় ইডি।

আবাসিকদের সঙ্গে কথাও বলেন কেন্দ্রীয় তদন্তকারীরা সংস্থার আধিকারিকরা। সাড়ে চার ঘণ্টা পর আবাসন থেকে বেরিয়ে যান আধিকারিকরা।যদিও তল্লাশিতে মেলেনি কিছুই। স্থানীয় সূত্রে খবর, গভীর রাতে এখানে আসতেন অর্পিতা। এই ফ্ল্যাটে মাঝরাত পর্যন্ত পার্টি করতেন তিনি। কিন্তু সম্প্রতি আসা-যাওয়া কমে গিয়েছিল। রিসেলে এই ফ্ল্যাট কেনেন অর্পিতা।