১৬ আগস্ট ক্রীড়াপ্রেমী দিবসের দিনে ডুরান্ড কাপে (Durand Cup) ইমামি ইস্টেঙ্গলের (Emami Eastbengal) মুখোমুখি হওয়ার কথা এটিকে মোহনবাগানের (Atk Mohunbagan)। ডার্বি (Derby) দিয়েই শুরু হওয়ার কথা মরশুম। কিন্তু সূত্রের খবর পিছিয়ে যেতে পারে কলকাতার ঐতিহ্যবাহী ডার্বি। জানা যাচ্ছে ডার্বি পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছে ইমামি ইস্টবেঙ্গল। মূলত চুক্তি দেরীতে হওয়ায় দল গঠনের প্রক্রিয়া এখনও শুরুই করতে পারেনি লাল-হলুদ ক্লাব। সেই কারণেই এই ডার্বি পিছিয়ে দেওয়ার কথা জানান হয়েছে লাল-হলুদের পক্ষ থেকে। জানা যাচ্ছে, ১৬ আগাস্টের পরিবর্তে ২৮ আগাস্ট হতে পারে ইস্ট-মোহন মহাযুদ্ধ। তবে এই নিয়ে এখনও কিছু জানায়নি ডুরান্ড কতৃপক্ষ।
এখনও সই হয়নি মূল চুক্তিপত্র। ২ আগস্ট ইমামি গ্রুপ আর লাল-হলুদের মূল চুক্তি সই হওয়ার কথা। জানা যাচ্ছে, এখনও ইস্টবেঙ্গলের দলগঠনের প্রক্রিয়া চলছে। দল গোছানোর কাজ শেষ হয়নি। লাল-হলুদ ব্রিগেড এখনও শুরুই করতে পারেনি তাদের অনুশীলন। এই পরিস্থিতিতে ১৬ আগস্ট এটিকে মোহনবাগানের বিরুদ্ধে নামা যে তাদের পক্ষে কার্যত কঠিন। সেই কারণেই ডার্বি পিছিয়ে যাওয়ার আবেদন করা হয়েছে ইমামি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে।
তবে এই নিয়ে পড়শি ক্লাবের উদ্দেশ্যে কটাক্ষ শোনা যাচ্ছে মোহনবাগান সচিব দেবাশিস দত্তের গলায়। তিনি বলেন, ”আসলে ওরা ভয় পেয়েছে।” ব্যাকফুটে থাকলেও দমতে রাজি নন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারও। তিনি বলেন, ”সঠিক সময় আমরা এর উত্তর দেব।”
ডার্বির ৯০ মিনিটের লড়াইয়ে ফলাফল কী হবে তা সময় বলবে। তবে মরশুম শুরু আগেই যে কথার লড়াই শুরু হয়ে গিয়েছে দুই প্রধানের তা বলাই যায়।
আরও পড়ুন:Atk Mohunbagan: মোহনবাগান দিবসে নিজেদের মাঠে মরশুমের প্রথম অনুশীলন বাগানের, অনুশীলনে প্রীতম, প্রণয়রা