করোনা (Corona) নিয়ে উদ্বেগ খানিকটা হলেও কমল। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona)আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৪০৯ জন। এই সংখ্যাটা কমবেশি আগের দিনের মতোই। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় সংক্রমণ খানিকটা কমেছে। এই মুহূর্তে তা হয়েছে ১ লক্ষ ৪৩ হাজার ৯৮৮। একদিনে মৃত্যু হয়েছে ৩২ জনের । এই নিয়ে সারা দেশে করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫ লক্ষ ২৬ হাজার ২৫৮।
পরিসংখ্যান বলছে এই মুহূর্তে সক্রিয় সংক্রমণের হার ০.৩৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে ৩৮ লক্ষের বেশি মানুষ করোনার টিকা পেয়েছেন। এখনও পর্যন্ত মোট ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে ২০৩ কোটি ৬০ লক্ষেরও বেশি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়ে বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (Central Health Ministry)সূত্রে খবর। পাশাপাশি করোনা পরীক্ষার দিকে জোর দেওয়ার কথা । সেই মতো গত ২৪ ঘণ্টায় মোট ৩ লক্ষ ৯৮ হাজারের বেশি করোনা পরীক্ষা হয়েছে। এই মুহূর্তে দৈনিক সংক্রমণের হার ৫.১২ শতাংশ এবং সাপ্তাহিক সংক্রমণের হার ৪.৮২ শতাংশ বলে জানিয়েছে মন্ত্রক। গত ২৪ ঘণ্টায় যে ৩২ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গের সাতজন, কর্ণাটক ও মহারাষ্ট্রের তিনজন করে, ছত্তিশগড়, পঞ্জাব ও উত্তরাখণ্ডের দুজন করে এবং চণ্ডীগড়, গোয়া, গুজরাট, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, কেরালা, মধ্যপ্রদেশ, মণিপুর, নাগাল্যান্ড, ওড়িশা, রাজস্থান, উত্তর প্রদেশ এবং মিজোরামের একজন রয়েছেন বলে জানা যায়।












 































































































































