ভারতের (India) কাছে ভালোই কাটল কমনওয়েলথ গেমসের (Commonwealth Games) প্রথম দিন। ক্রিকেটে ভারতীয় মহিলা (India Cricket Women Team) দলের অস্ট্রেলিয়ার (Australia) কাছে হার ছাড়া, তুলনামূলক ভালোই কাটল ভারতের। হরমনপ্রীত কৌরদের হার এবং সাঁতার ছাড়া আর কোনও বিভাগে হতাশ করেননি ভারতের ক্রীড়াবিদরা। ব্যাডমিন্টন, বক্সিং, মহিলাদের হকিতে জয় এসেছে ভারতের।

কমনওয়েলথ গেমসে প্রথম দিনে ব্যাডমিন্টনে ভারতীয় দল নেমেছিল পাকিস্তানের বিরুদ্ধে। পাকিস্তানকে সহজেই প্রথম ম্যাচে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিল ভারতীয় শাটলাররা। ম্যাচে জিতলেন পিভি সিন্ধু এবং কিদম্বি শ্রীকান্ত। প্রথম ম্যাচ ছিল মিক্সড ডাবলস। সেখানে বি সুমিত রেড্ডি এবং অশ্বিনী পোনাপ্পার জুটি ২১-৯, ২১-১২ হারায় ইরফান সঈদ ভাট্টি এবং গজলা সিদ্দিকিকে। পরের ম্যাচে পুরুষদের সিঙ্গলসে শ্রীকান্ত ২১-৭, ২১-১২ গেমে হারান মুরাদ আলিকে। তৃতীয় ম্যাচে নামেন টোকিও অলিম্পিক্সে পদক জয়ী পিভি সিন্ধু। তিনি ২১-৭, ২১-৬ গেমে হারান মাহুর শাহজাদকে।
হকিতেই জয় ছিনিয়ে নেয় ভারত। এদিন মহিলা হকি দল ঘানাকে হারিয়েছে ৫-০ ব্যবধানে। জোড়া গোল গুরজিৎ কৌরের। একটি করে গোল করেন নেহা গয়াল, সঙ্গীতা কুমারি এবং সেলিমা টেট। বক্সিং-এ ও সাফল্য পেয়েছে ভারত। বক্সিং-এ পুরুষদের ৬৩.৫ কেজি বিভাগে ভারতের শিবা থাপা প্রথম রাউন্ডে হারান পাকিস্তানের সুলেমান বালোচকে। ৫-০ পয়েন্টে জিতেছেন তিনি।
আরও পড়ুন:Mohunbagan: মোহনবাগান রত্ন শ্যাম থাপা, সেরা লিস্টন-কিয়ান
















































































































































