১) বর্ণময় উদ্বোধনী অনুষ্ঠানে ভাংড়া দিয়ে শুরু হল কমনওয়েলথ গেমস। বার্মিংহামের আলেকজেন্ডার স্টেডিয়ামে উপস্থিত ছিলেন প্রায় ৩০ হাজার দর্শক। ২০১২ লন্ডন অলিম্পিক্সের পরে ব্রিটেনের সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা হতে চলেছে এটি।

২) অবশেষে জল্পনার অবসান। এটিকে মোহনবাগান ছাড়লেন ভারতীয় তারকা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান । বৃহস্পতিবার এমনটাই জানান হল এটিকে মোহনবাগানের তরফ থেকে।
৩) আজ মোহনবাগান দিবস। সেজে উঠেছে সবুজ মেরুন ক্লাব। বৃহস্পতিবার সকালে শহরে পা রেখেছে বাগান কোচ জুয়ান ফেরান্দো। বিকেলে ফুটবলার হুগো বৌমোসকে নিয়ে ক্লাবে এসে ঘুরে গেলেন তিনি।

৪) বাংলা ক্রিকেট দলে বাড়তি দায়িত্ব দেওয়া হল ঝুলন গোস্বামীকে। বাংলার মহিলা দলের ক্রিকেটার হওয়ার পাশাপাশি মেন্টরের দায়িত্ব পালন করবেন অভিজ্ঞ এই বোলার। বৃহস্পতিবার সিএবি-র তরফে এ কথা জানানো হয়েছে।

৫) আগামী মরশুমের জন্য ইস্টবেঙ্গলের প্রধান কোচ হলেন স্টিফেন কনস্টানটাইন। এদিন এমনটাই জানিয়ে দেওয়া হল লাল-হলুদের পক্ষ থেকে। স্টিফেনের কোচ হয়ে আসার কথা বুধবার আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছিল ইনভেস্টোর কোম্পানি ইমামি গ্রুপ।
আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ














































































































































