মর্মান্তিক! তেলেঙ্গানায় ক্রেনের তার ছিঁড়ে মৃত ৫ শ্রমিক

0
1

মর্মান্তিক, ক্রেনের তার ছিঁড়ে মারা গেলেন পাঁচ শ্রমিক। হায়দরাবাদের পালামুরু রঙ্গারেডি লিফ্ট ইরিগেশন ওয়ার্কস(Palamuru Ranga Reddy Lift Irrigation works)- এ এই দুর্ঘটনায় একই সঙ্গে গুরুতর আহত হয়েছেন আরও দুই শ্রমিক। শুক্রবার তেলেঙ্গানায় সেচ প্রকল্পের কাজ চলার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

জানা গিয়েছে, ওই সেচ প্রকল্পের কাজ চলাকালীন কিছুদিন আগেও অভিশপ্ত ক্রেনটিতে সমস্যা দেখা দিয়েছিল।কোল্লাপুরের পুলিশ ইন্সপেক্টর ইয়ালাদ্রি(Yaladri) জানিয়েছেন, সাতজন শ্রমিক ১০০ফুট গভীর সুড়ঙ্গে কাজ করছিলেন। কাজ শেষ করে ৭০ ফুট উপরে উঠে আসার পরেই ক্রেনের তারটি ছিঁড়ে গিয়ে দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ দ্রুত অন্য একটি ক্রেনের সাহায্যে তাদের বের করে আনে এবং স্থানীয় ওসমানিয়া জেনারেল হাসপাতালে তাদের নিয়ে গেলে পাঁচজনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। নিহতরা হলেন, সিনু, ভোলানাথ, প্রবীণ, কমলেশ এবং সোনু কুমার। প্রত্যেকেই বিহার ও ঝাড়খণ্ডের বাসিন্দা। আহত শ্রমিকরা হাসপাতালে চিকিৎসা চলছে। পুরো বিষয়টি খতিয়ে দেখে দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।