বিকেলে তৃণমূলের জরুরি বৈঠক: আগের পোস্ট মুছে টুইটে জানালেন কুণাল

0
10

বিকেলে তৃণমূলের জরুরি বৈঠক। ৫টায় তৃণমূল ভবনে বৈঠকে ডেকেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার, সকালের পোস্ট মুছে ফের টুইট (Tweet) করে  জানালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

 

নিজের টুইটার হ্যান্ডেলে কুণাল লেখেন,
“আগের টুইটে আমি আমার মতামত জানিয়েছিলাম।
এখন দল বিষয়টি দেখছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বিকেল ৫টায় তৃণমূল ভবনে দলীয় বৈঠক ডেকেছেন। আমাকেও ওই বৈঠকে যোগ দিতে বলা হয়েছে।
সুতরাং, দল বিষয়টি নিয়ে ভাবছে, আমি ব্যক্তিগত পোস্টটি মুছে দিচ্ছি।“

মন্ত্রিত্ব ও দলের সব পদ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) সরানোর দাবি জানিয়ে সকালেই টুইট করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এরপরই দলের বৈঠক ডাকেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বৈঠকে উপস্থিত থাকবেন কুণাল ঘোষ নিজেও। তবে, কুণালের টুইটের পরেই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়। তারপরেই তিনি নিজেই বিষয়টি খোলসা করেন। বলেন, বিকেল ৫ টায় শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক ডেকেছেন অভিষেক। সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত হবে। তাই তিনি তাঁর ব্যক্তিগত টুইট ডিলিট করলেন।