Partha Chatterjee: মন্ত্রিত্ব থেকে সরানো হল পার্থ চট্টোপাধ্যায়কে, ৪ দফতরই থাকছে মুখ্যমন্ত্রীর হাতে

0
6

মন্ত্রিত্ব থেকে সরানো হল পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করা হয়। তথ্যপ্রযুক্তি, শিল্প-বাণিজ্য ওপরিষদীয় দফতরের মন্ত্রী ছিলেন পার্থ। বৃহস্পতিবার, নবান্নে বসে মন্ত্রিসভার বৈঠক। সেখানেই পার্থর অপসারণের বিষয়ে সিদ্ধান্ত হয় বলে নবান্ন সূত্রে খবর। সেই বৈঠকের পরেই নবান্নের (Nabanna) তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, আজ অর্থাৎ ২৮ তারিখ থেকেই পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে অপসারিত করা হল।

নবান্ন সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায়ের হাতে থাকা চার দফতরই থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাতে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ৬দিন আগে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। এরপরে তাঁর ঘনিষ্ঠ বান্ধবীর বাড়ি থেকে দফায় দফায় রাশি রাশি টাকা উদ্ধার হচ্ছে। এই প্রেক্ষিতে এই সিদ্ধান্ত অত্য়ন্ত গুরুত্বপূর্ণ।