সহকর্মী ভেবে লজ্জিত, মন্ত্রিসভা-দল থেকে পার্থকে অপসারণের পর প্রতিক্রিয়া ফিরহাদের

0
1

এসএসসি দুর্নীতি মামলায় যেভাবে পার্থ চট্টোপাধ্যায়ের নোংরামি প্রকাশ্যে আসছে তাতে দলের বিড়াম্বনা বেড়েছে। পার্থর কামিনী-কাঞ্চন নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ইডির হেফাজতে থাকা পার্থকে মন্ত্রিসভা থেকে অপসারণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তার কয়েক ঘন্টার মধ্যে শাসক দল তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠকের সর্বসম্মত সিদ্ধান্তের পর দলের সমস্ত পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে বর্ষীয়ান পার্থ চট্টোপাধ্যায়কে।

তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির অন্যতম সদস্য রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। পার্থর সঙ্গে ফিরহাদের দীর্ঘদিনের সুসম্পর্ক। মন্ত্রিসভা ও দল থেকে অপসারণের পর এবার পার্থর দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন ফিরহাদও।

সদ্য অপসারিত হওয়া সতীর্থ ফিরহাদ হাকিমের নিশানায় এবার বেহালা পশ্চিমের বিধায়ক। পার্থ চট্টোপাধ্যায়কে তোপ দেগে ফিরহাদ বলেন, “পার্থ চট্টোপাধ্যায়কে সহকর্মী ভেবে আমি এখন লজ্জিত। এই ঘটনায় আমরা সবাই ব্যথিত। সকলের মনের মধ্যে একটা চাপ রয়েছে। কেউ ভাবতে পারিনি পার্থদা এমন একটি নিন্দনীয় ঘটনার সঙ্গে জড়িয়ে যাবেন। তবে আমি এখনও আশা করব, সঠিক পথে তদন্ত হবে এবং সত্যটা সামনে আসবে।”

আরও পড়ুন:দায় কেন্দ্রকেও নিতে হবে! তৃণমূল মানুষের কাছে দায়বদ্ধ কোনও নেতার কাছে নয়: অভিষেক