শিক্ষক নিয়োগে নিয়ে নয়া অভিযোগ। এসএসসির (SSC) নবম ও দশম শ্রেণির মেধা তালিকায় (Merit List) এমন কয়েকজনের নাম যাঁরা তালিকাভুক্ত না হয়েও বহাল তবিয়তে চাকরি করছেন বলে অভিযোগ। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে গত ১৪ জুলাই মেধাতালিকা প্রকাশ করা হয়। আর বৃহস্পতিবার সেই তালিকা নিয়েই হাইকোর্টের দ্বারস্থ হন কয়েকজন চাকরিপ্রার্থী। সেই আবেদন শুনেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) নতুন করে মামলা দায়েরের অনুমতি দেন। আর তা মেনেই হাইকোর্টে দায়ের হলো মামলা। শুক্রবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলায় এবার যোগ হল আরেকটি নতুন মামলা। পুরনো তালিকায় কিছু গড়মিল থাকার অভিযোগেই সম্প্রতি নতুন তালিকা প্রকাশের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। পাশাপাশি, হাইকোর্টে যাঁরা চাকরি করছেন তাঁদের প্রাপ্ত নম্বরের যথাযথ তালিকা প্রকাশের কথা জানায়। আর সেই তালিকা সামনে আসতেই প্রকাশ্যে এসেছে অভিযোগ।
তবে অভিযোগকারী চাকরিপ্রার্থীরা তালিকায় সংরক্ষণের নিয়ম ঠিকভাবে মানা হয়নি বলে এদিন হাইকোর্টে অভিযোগ জানিয়েছে। এরপরই নতুন করে মামলা দায়েরের আর্জি জানানো হয়। অভিযোগকারীদের আবেদন মেনেই এদিন হাইকোর্টে মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি।