জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা প্রয়োগে গোটা দেশে দ্বিতীয় হল পশ্চিমবঙ্গ।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে বুধবার সন্ধ্যায় এ কথা জানিয়েছেন।
মমতা জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার আয়োজিত জাতীয় পরিবার পরিকল্পনা সম্মেলনে বাংলার এই পুরস্কার জয়ের কথা ঘোষণা করা হয়েছে। টুইটারে তিনি লেখেন, ‘ভারত সরকার আয়োজিত জাতীয় পরিবার পরিকল্পনা সম্মেলন, ২০২২-এ পশ্চিমবঙ্গ ভারতের সমস্ত রাজ্যের মধ্যে পিপিআইইউসিডি পরিষেবায় দ্বিতীয় স্থান অধিকার করেছে। সকলকে আমার আন্তরিক অভিনন্দন।
কী এই পিপিআইইউসিডি?প্রসবের পর পরই প্রসূতিদের জন্ম নিয়ন্ত্রণের অস্থায়ী এবং কার্যকর ব্যবস্থাই হল পিপিআইইউসিডি।কেন্দ্রীয় সরকার আয়োজিত জাতীয় পরিবার পরিকল্পনা সম্মেলনে বাংলার এই পুরস্কার জয়ের কথা ঘোষণা করা হয়েছে।








 
 
 
 
 
 
 































































































































