বারবার সমস্যার খেসারত, স্পাইসজেটের ৫০ শতাংশ উড়ান ছেঁটে ফেলল ডিজিসিএ

0
1

বুধবার স্পাইসজেট (Spicejet) বিমান সংস্থাকে আগামী ৮ সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন নিয়ন্ত্রণের আদেশ দিল ডিজিসিএ(DGCA)। বারবার বিমানে প্রযুক্তিগত ত্রুটির কারণে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশনের এই আদেশ। তবে স্পাইসজেট বিমান সংস্থাটি ৫০ শতাংশ বিমান ওড়াতে পারবে বলে জানিয়েছে ডিজিসিএ।

একাধিক প্রযুক্তিগত ত্রুটির কারণে স্পাইসজেট উড়ান সংস্থাকে ৬ জুলাই শো-কজ করেছিল ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন। বিমানের প্রযুক্তিগত ত্রুটির কারণে অন্তত ৮টি দুর্ঘটনার ঘটনা ঘটে। যার জেরেই নোটিশ দিয়েছিল ডিজিসিএ। বুধবার ডিজিসিএ অন্তর্বর্তীকালীন আদেশে জানায়, বিভিন্ন সাইট দেখে, স্পাইসজেটের জমা দেওয়া শো-কজ নোটিশের প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে এবং নিরাপদ ও নির্ভরযোগ্য পরিবহন পরিষেবা অব্যাহত রাখাতে স্পাইসজেটের অনুমোদিত ফ্লাইটগুলিকে আট সপ্তাহের জন্য ৫০ শতাংশে সীমাবদ্ধ করা হল।

উল্লেখযোগ্যভাবে, এই মাসের প্রথম সপ্তাহে, সিগনালিংএ ত্রুটির কারণে দিল্লি থেকে দুবাইগামী একটি স্পাইসজেট বিমানকে করাচির দিকে ডাইভার্ট করতে হয়েছিল। এর দু-দিন আগে, মঙ্গলবার গুজরাটের কান্দাল থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেওয়া স্পাইসজেট বিমানের উপরের উইন্ডশিল্ডে ফাটল ধরেছিল। যার ফলে বিমানটিকে জরুরি ভিত্তিতে অবতরণ করতে হয়েছিল। অ্যাভিয়েশন সূত্রের খবর, তিন সপ্তাহেরও কম সময়ে, একধিক সমস্যার সম্মুখীন হয়েছে স্পাইস জেট। এছাড়াও ওই সংস্থার বিমানের একাধিক ত্রুটি নজরে আসে।