পিংলায় স্ত্রী নামাঙ্কিত পার্থর “ফাইভ স্টার” স্কুলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত অভিভাবকরা

0
1

এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি-সহ একাধিক মামলায় ইডির জালে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তারপর থেকেই আশঙ্কায় পশ্চিম মেদিনীপুরের পিংলার বিসিএম ইন্টারন্যাশনাল স্কুলের (BSM International school) অভিভাবকরা। প্রাসাদের মতো এই বড় লোকেদের স্কুল পার্থবাবুর প্রয়াত স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের (Babli Chatterjee) স্মৃতিতে তৈরি। যেখানে মোটা অনেকে পড়ুয়াদের ভর্তি করতে হয় তাঁদের অভিভাবকদের।

পার্থ চট্টোপাধ্যায়ের একের পর এক কেলেঙ্কারি প্রকাশ্যে আসতেই স্কুলের ভবিষ্যৎ চিন্তার ভাঁজ অভিভাবকদের কপালে। বিক্ষোভের আশঙ্কায় ইতিমধ্যেই স্কুলের দুটি গেটে তালা মেরেছে কর্তৃপক্ষ। তাতেই আশঙ্কা বেড়ে গিয়েছে অভিভাবকদের। ছেলেমেয়েদের ভবিষ্যতের কথা ভেবে অভিভাবকদের বক্তব্য, পার্থ চট্টোপাধ্যায় দোষী হলে শান্তি পান, কিন্তু কোনওভাবেই এই স্কুল যেন বন্ধ করা না হয়।

স্ত্রী বাবলি চট্টোপাধ্যায় প্রয়াণের পর তাঁর স্মৃতিতে পশ্চিম মেদিনীপুরের পিংলার প্রত্যন্ত গ্রাম খিরিন্দায় পার্থবাবু কয়েক বছর আগেই তৈরি করেন ঝাঁ চকচকে ”ফাইভ স্টার” (Five Star) ইংরেজি মাধ্যম স্কুল। প্রায় ১৫ বিঘা জমির উপর প্রাসাদের মতো গড়ে উঠেছে এই স্কুল। পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণ ভট্টাচার্যের মামা কৃষ্ণপ্রসাদ অধিকারী এই স্কুলের দেখভালের দায়িত্বে আছেন। ভর্তি ফি সাধারণের হাতের বাইরে। তাই বড়লোকেরই এই স্কুলে তাঁদের সন্তানদের নিয়ে আসেন। অনেক আগে থেকেই ইডির নজরে রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের এই স্কুল।