টালিগঞ্জের ২২ কোটির পর এবার বেলঘরিয়া (Belgharia)। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের(Arpita Mukherjee) ফ্ল্যাটে ফের উদ্ধার হল ১৫ কোটিরও বেশি টাকা। পাশাপাশি বাজেয়াপ্ত ৩ কেজি সোনা। সন্ধে প্রায় সাড়ে ৭টা থেকে চলছে টাকা গণনা। ৪টি কাউন্টিং মেশিনে এখনও চলছে টাকা গোনা। সম্প্রতি অর্পিতার বিপুল সম্পত্তির হদিশ পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টর(ED)। সেই তালিকায় ছিল বেলঘরিয়ার রথতলার একটি ফ্ল্যাট। সেখানেই তল্লাশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করল ইডি।
আরও পড়ুন- তৃণমূলের ৩৮ বিধায়ক যোগাযোগ রাখছেন : মিঠুনের দাবি ফ্লপ সিনেমার ডায়লগ ; কটাক্ষ কুণালের







 
 
 
 
 
 






























































































































