দাউ দাউ করে জ্বলছে আগুন। দাবানলের রোষে পড়ে চারিদিক যেন জতুগৃহ। মুহূর্তে পুড়ে ছাই কয়েক হাজার একর জমি। শুক্রবার ক্যালিফোর্নিয়ার ইয়াসেমাইট ন্যাশনাল পার্কের কাছে দাবানলের জেরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আরও পড়ুন: বিতর্কিত ফটোশুট! রণবীরের বিরুদ্ধে মুম্বইয়ের চেম্বুর থানায় দায়ের অভিযোগ
সংবাদ সংস্থা সূত্রের খবর, আগুন নিয়ন্ত্রণে আনতে ১৭টি হেলিকপ্টার ও ৩০০০ দমকল কর্মী নিয়োগ করা হয়েছে। ৩০২টি দমকলের ইঞ্জিন নিয়ে আসা হয়েছে। আগের তুলনায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা গেলেও এখনও কোথাও কোথাও ধিকধিক করে জ্বলছে আগুন।
ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশন (সিএএল ফায়ার)-এর পরিসংখ্যান অনুযায়ী, তিনদিনের মধ্যেই ভস্মীভূত ১৭ হাজার দু’শো একর জমি। আগুনের গ্রাসে পুড়ে ছাই বহু এলাকা। এমনকি এই আগুনে বহু যানবহন পুড়ে ছাই হয়ে গিয়েছে।
এক দমকল আধিকারিক জানিয়েছেন, ছ’শো জনেরও বেশি মানুষকে আগুন আঁচ থেকে বাঁচাতে সুরক্ষিত স্থানে সরিয়ে আনা হয়েছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম শনিবার মারিপোসাতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এই সময়কে “ব্যক্তি ও সম্পত্তির বিপদ” বলে উল্লেখ করেছেন তিনি।






































































































































