যুগান্তকারী রায় কেরল হাইকোর্টের: কুমারী ও ধ*র্ষিতাদের সন্তানদের পরিচয়পত্রে থাকবে শুধুই মায়ের নাম

0
1

যুগান্তকারী রায় কেরল হাইকোর্টের (Kerala High Court)। এবার থেকে কুমারী ও ধর্ষিতাদের সন্তানদের জন্ম পরিচয় (Birth Identity) ও পরিচয়পত্রে (Identity Card) শুধুমাত্র মায়ের নাম লেখা যাবে। সম্প্রতি কেরল হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক অবিবাহিতা মায়ের সন্তান। নিজের অধিকারের দাবিতেই তিনি পিটিশন দাখিল করেন বলে আদালত সূত্রে খবর। অভিযোগকারীর নিজের নথিতেই তিনজন বাবার নাম রয়েছে। আর সেই কারণেই আত্মগ্লানি থেকে তাঁর এমন সিদ্ধান্ত।

কেরল হাই কোর্টের পর্যবেক্ষণ, দেশে সব মানুষেরই সম্মান ও যোগ্য মর্যাদা পাওয়ার অধিকার আছে। আছে নিজেদের গোপনীয়তা রক্ষার অধিকারও। তাহলে এই ক্ষেত্রে কেন তা কার্যকর হবে না? বিয়ে না করে মা হওয়া বা কোনও ধর্ষিতার সন্তানরাও এই দেশেরই নাগরিক। তাঁদের সমাজে মাথা উঁচু করে বাঁচার অধিকার রয়েছে। আর এর সূত্র ধরেই আদালত জানিয়েছে, অবিলম্বে তাঁদের মৌলিক অধিকার রক্ষা করতে হবে। আর তা না হলে তাঁরা অত্যন্ত মানসিক যন্ত্রণার মধ্যে পড়বেন।

তবে, আদালত অবিলম্বে রেজিস্টার অফ বার্থস অ্যান্ড ডেথসকে (Register of Birth and Deaths) আবেদনকারীদের বাবার নাম বার্থ রেজিস্টার থেকে মুছে ফেলতে নির্দেশ দিয়েছে। শুধুমাত্র মায়ের পরিচয়কেই অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে।