রবিবার ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে ২ উইকেটে জয় পেয়েছে ভারতীয় দল (India)। এই জয়ের ফলে একদিনের সিরিজ পকেটে পুরেছে শিখর ধাওয়ানরা (Shikhar Dhawan)। এই জয়ের ফলে সিরিজে ২-০ এগিয়ে টিম ইন্ডিয়া। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে বড় রান তারা করে জয়। সৌজন্যে অক্ষর প্যাটেলের দুরন্ত ইনিংস। ৬৪ রানে অপরাজিত থাকেন তিনি। আর জয়ের ক্রিকেটারদের পাশাপাশি আইপিএলের প্রশংসা করলেন ভারত অধিনায়ক। বললেন, কীভাবে ম্যাচে চাপ সামলাতে হয়, শিখিয়েছে আইপিএল।

এই নিয়ে ধাওয়ান বলেন,” এর কৃতিত্ব আইপিএলের। সেখানে এত টান টান ম্যাচ হয় যে কীভাবে চাপ সামলাতে হবে তা আন্তর্জাতিক খেলায় নামার আগেই শিখে যায় ক্রিকেটাররা। সেটা এই ম্যাচেও দেখা গেল। আত্মবিশ্বাস নিয়ে ব্যাট করে গেল ওরা। শ্রেয়স আইয়র, সঞ্জু সামসন, অক্ষর প্যাটেলরা অসাধারণ। এমনকি, শেষ দিকে নেমে আবেশের ১১ রানও খুব গুরুত্বপূর্ণ।”
এরপাশাপাশি ধাওয়ান আরও বলেন,” ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা খুব ভাল ব্যাট করেছে। আমি জানতাম, ওরা যদি এভাবে ব্যাট করতে পারে তা হলে আমরাও পারব। তাই খুব চাপ নিইনি। সঞ্জু রান আউট না হলে হয়তো আরও আগে জিততাম।”
আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ
















































































































































