কোটি কোটি টাকা, বেনামি সম্পত্তি, গয়নার হদিশ হাতেনাতে পেতেই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ মডেন অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। পার্থবাবুর ঘনিষ্ঠদের সম্পত্তি নিয়েও জোরচর্চা শুরু হয়েছে। শান্তিনিকেতনে পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠদের বিপুল সম্পত্তির হদিশ পেয়েছেন তদন্তকারীরা, এমনটাই দাবি করেছে ইডি।
সূত্রের খবর, খোয়াই হাটের কাছে প্রায় ২০ বিঘা জমি রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের এক ঘনিষ্ঠের নামে। এছাড়াও শান্তিনিকেতনের ফুলডাঙা, প্রান্তিক, গোয়ালপাড়া প্রভৃতি জায়গায় কমপক্ষে ৭টি চোখ ধাঁধানো বাড়ি রয়েছে। ‘তিতলি’, ‘অপা’, ‘চারবাড়ি’— এগুলি পার্থবাবু ও তাঁর ঘনিষ্ঠদের বাড়ি বলে দাবি স্থানীয় মানুষদের। কোনও রাজনৈতিক কর্মসূচি ছাড়াই মাঝেমধ্যে ব্যক্তিগত কাজে শান্তিনিকেতন যেতেন পার্থ চট্টোপাধ্যায়, যে খবর ওই এলাকার দলীয় নেতৃত্বের কাছে থাকতো না। তিনি আসতেন, সময় কাটিয়ে চলে যেতেন। এমনটিও জানাচ্ছে এলাকাবাসীরা।
আরও জানা গিয়েছে, শান্তিনিকেতনের এই বাড়িগুলি দেখভাল করেন পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ এক অধ্যাপিকা বলে পরিচিত। ইডি সূত্রের খবর, ওই বাড়িগুলিতে তল্লাশি চালাতে পারে তারা।
আরও পড়ুন:আজ স্বাস্থ্য পরীক্ষার পর ফের আদালতে তোলা হবে অর্পিতা মুখোপাধ্যায়কে