কোনও গুরুতর শারীরিক সমস্যা নেই, আজই পার্থকে ছেড়ে দেবে এইমস-ভুবনেশ্বর

0
1

পার্থ চট্টোপাধ্যায়ের কোনও গুরুতর শারীরিক সমস্যা নেই৷ তবে কিছু পুরনো সমস্যা রয়েছে। পার্থ চট্টোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি রাখারও কোনও প্রয়োজন নেই বলে জানিয়ে দিলেন ভুবনেশ্বর এইমস-এর ডিরেক্টর আশুতোষ বিশ্বাস৷ তাঁকে ছেড়ে দেওয়া হবে সোমবারই।পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরীক্ষার রিপোর্ট কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন এইমস-এর ওই শীর্ষ কর্তা৷
কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ মেনে সময়ের মধ্যেই রিপোর্ট দিয়েছে ভুবনেশ্বরের এইমস। সোমবার এইমসের ডিরেক্টর একজিউটিভ ডাঃ আশুতোষ বিশ্বাস বলেন, ‘‘ওঁর ৪-৫ রকম রোগ রয়েছে। দীর্ঘ দিন ধরে উনি অনেক ওষুধ খাচ্ছেন। তাঁর অসুস্থতা ‘সিরিয়াস’ নয়। আমরা তাঁকে দ্রুত ছেড়ে দেব।’’

আরও পড়ুন- Axar Patel: রবিবার ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে খেলতে নেমে ধোনির ১৭ বছরের রেকর্ড ভেঙে দিলেন অক্ষর
তিনি আরও বলেন, ‘‘কিছু নিয়মিত সমস্যায় ভুগছেন। ওষুধ খেয়ে যেতে হবে। তবে হাসপাতালে ভর্তি রাখার দরকার নেই।’’ এইমসের এই রিপোর্ট তুলে দেওয়া হয়েছে মেডিক্যাল অফিসার এবং পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীকে।এসএসসি দুর্নীতি মামলায় শনিবার ইডির হাতে গ্রেফতার হন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নাকতলার বাড়ি থেকে তুলে জোকার ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় তাঁকে। পরে নিম্ন আদালতের নির্দেশে এসএসকেএম হাসপাতালে ভর্তি হন পার্থ।পার্থ চট্টোপাধ্যায় দাবি করেছিলেন, তাঁর বুকে ব্যথা রয়েছে৷ এ দিন ভুবনেশ্বর পৌঁছেও সেই ইঙ্গিত করেন তিনি৷ যদিও এইমস-এর শীর্ষ কর্তা জানিয়েছেন, পার্থ চট্টোপাধ্যায়ের বুকের ব্যথা খুব বেশি হচ্ছে না৷ এইমস কর্তৃপক্ষের এই বক্তব্যের পর এই মামলার গতিপ্রকৃতি কোন দিকে গড়ায় সেদিকেই নজর থাকবে সবার।