বঙ্গবিভূষণ সম্মানের জন্য মনোনীত করা হয়েছিল নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে। কিন্তু শেষ মুহূর্তে সেই তালিকায় তাঁর নাম ছিল না। এই নিয়ে সংবাদমাধ্যমে ভুল খবর পরিবেশনা করা হয়েছে। সোমবার, বঙ্গবিভূষণ-বঙ্গভূষণ সম্মান ২০২২-এর মঞ্চ থেকে জানালেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwibedi)।
মুখ্যসচিব বলেন, নোবেলজয়ী অধ্যাপক অমর্ত্য সেনের (Amartya Sen) বঙ্গবিভূষণ নিয়ে গত ১৪ জুলাই সঙ্গে যোগাযোগ করা হয়। তখন তিনি শান্তিনিকেতনে ছিলেন। কোভিডে আক্রান্ত হয়েছিলেন। তাঁর সঙ্গে দুবার যোগাযোগ করা হয়। তাঁর কন্যার সঙ্গেও রাজ্য সরকারের প্রতিনিধির কথা হয়েছে। অমর্ত্য সেন বিনয়ের সঙ্গে জানান, তিনি ২৫ জুলাই বিদেশে থাকবেন। শরীরও ঠিক নেই। তাই এই সম্মান অন্য কাউকে দেওয়া হোক। নজরুল মঞ্চে বঙ্গসম্মান অনুষ্ঠানে শুরুতেই এই কথা জানান হরিকৃষ্ণ দ্বিবেদ্বী।









































































































































