শিক্ষক নিয়োগে কোনও আপোষ হওয়া উচিত নয় : ধর্মেন্দ্র প্রধান

0
1

রাজ্যে এসেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। রবিবার তিনি যান কাঁকুড়গাছির রামকৃষ্ণ যোগোদ্যান মঠে। ঘুরে দেখেন সবটা। তবে এতেই শেষ নয় এবারের সফর। বিশেষ বাইক র‍্যালির উদ্বোধনও করলেন তিনি।স্বাধীনতার (independence) ৭৫ বছর পূর্তি উপলক্ষে এই র‍্যালির আয়োজন করা হয়েছে। ‘বিকাশতীর্থ’ নামে ওই র‍্যালিরই উদ্বোধন করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। উদ্বোধন হয় ফুলবাগান কাদাপাড়া এলাকায়।


তার আগে, সকাল ১০ টা নাগাদ কাঁকুড়গাছির রামকৃষ্ণ যোগোদ্যান মঠে গিয়েছিলেন ধর্মেন্দ্র প্রধান। তিনি বলেন, ‘ভবিষ্যৎ গড়তে হলে শিক্ষক নিয়োগে কোনও আপোষ হওয়া উচিত নয়। কিন্তু দেশের বেশ কয়েকটি রাজ্যে এই সমস্যা অনুভূত হয়েছে। অভিযুক্তরা উপযুক্ত শাস্তিও পেয়েছেন। এখানকার হাইকোর্ট যদি এ বিষয়ে কোনও মন্তব্য করে থাকে তা হলে আইনের নিজের পথেই চলা উচিত।’ একই সঙ্গে তাঁর সংযোজন , এসএসসি চাকরি প্রার্থীদের দাবি-দাওয়া আন্তরিকতার সঙ্গে দেখা উচিত রাজ্য সরকারের।

এরই পাশাপাশি, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া রবিবার উত্তর ২৪ পরগনার খরদহের রামকৃষ্ণ মিশন পরিদর্শন করেন এবং মহারাজদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন। তার সফর ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।