প্রকাশ্যে বিজেপি নেতা অমিত শাহের সভায় উপস্থিত। অথচ মুখে বলছেন, তিনি তৃণমূলেই আছেন। এ পরিস্থিতিতে কাঁথির সাংসদ শিশির অধিকারীর (Shishir Adhikari) পদ খারিজের দাবিতে লোকসভায় স্পিকারকে চিঠি দিয়েছিলেন তৃণমূলের (TMC) লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে শুনানি হবে ২৮ জুলাই। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে জানাল লোকসভার সচিবালয়। সংসদের প্রিভিলেজ ও এথিক্স কমিটি জানিয়েছে, ওই দিন বিকেল ৪টেয় সংসদ ভবনে শিশিরের সাংসদ পদ খারিজের দাবির প্রেক্ষিতে শুনানি হবে।
এর আগেও এই বিষয় নিয়ে শুনানির দিন ধার্য হয়। কিন্তু উপস্থিত থাকতে পারেননি তৃণমূলের লোকসভার দলনেতা। সূত্রের খবর, আগামী শুনানিতে শিশিরের বিজেপিতে যোগদানের তথ্য পেশ করবেন সুদীপ। দু’তরফের বক্তব্য শুনে এ নিয়ে সিদ্ধান্ত নেবে লোকসভার কমিটি।
রাজ্য বিধানসভা ভোটের আবহে পূর্ব মেদিনীপুরের এগরায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় উপস্থিত ছিলেন কাঁথির সাংসদ। ভোট মিটে যাওয়ার পর শিশিরের সাংসদপদ খারিজের আর্জি নিয়ে স্পিকারের দ্বারস্থ হয় তৃণমূল।
রাষ্ট্রপতি নির্বাচনেও শিশির অধিকারীর ভূমিকা নিয়ে বিস্তর প্রশ্ন ওঠে। তৃণমূলের তরফে দলবিরোধী আইনে শিশিরের সাংসদ পদ খারিজের আবেদন জানানো হয়। এবার ২৮ জুলাই শুনানির দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।









































































































































