পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল, জানাল হাসপাতাল কর্তৃপক্ষ

0
2

২৭ ঘণ্টা জেরার পর এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। কিন্তু শনিবার গ্রেফতারির পরই অসুস্থতাবোধ করেন পার্থ। এরপর আদালতের নির্দেশে তাঁকে ভর্তি করা হয় এসএসকেম-এ। রাতেই কার্ডিওলজির আইসিইউ ১৮ নম্বর বেড থেকে তিনতলায় এসি-১ কেবিনে স্থানান্তরিত করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। তাঁকে সবসময় নজরে রাখছেন ৬ সদস্যের মেডিক্যাল টিম।আপাতত শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে পার্থর বলে জানিয়েছেন চিকিৎসকরা। রবিবার চিকিৎসকদের টিম বেলা ১১ টা নাগাদ তাঁর শারীরিক অবস্থা নিয়ে বৈঠক করবেন ।

আরও পড়ুন:স্বাস্থ্য পরীক্ষার পর সিজিও কমপ্লেক্সে অর্পিতাকে ফের জিজ্ঞাসাবাদ ইডির, আজই তোলা হবে আদালতে

প্রসঙ্গত, শনিবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে পার্থ চট্টোপাধ্যায়কে দু’ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক৷ এর পরই পার্থ চট্টোপাধ্যায় অসুস্থ বলে তাঁর মেডিক্যাল রিপোর্ট জমা দেন মন্ত্রীর আইনজীবী৷ এসএসকেএম হাসপাতালে নিয়ে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরীক্ষা করানোর জন্য ইডি-র তদন্তকারী অফিসারকে নির্দেশ দেন বিচারক৷ সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ব্যাঙ্কশাল কোর্ট থেকে বেরিয়ে যায় পার্থর কনভয়। ১৫ মিনিটের মধ্যে পৌঁছয় এসএসকেএম হাসপাতালে। ৭ টা ৪৫ নাগাদ একজনের কাঁধে ভর দিয়ে নামতে দেখা যায় পার্থকে। এরপর হুইল চেয়ারে করে তাঁকে নিয়ে আসা হয় জেনারেল এমার্জেন্সি বিভাগে।হাইকোর্টের নির্দেশে এসএসকেম-এ ভর্তির পর রাতেই কার্ডিওলজির আইসিইউ ১৮ নম্বর বেড থেকে তিনতলায় এসি-১ কেবিনে স্থানান্তরিত করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। এই মুহূর্তে তাঁকে সবসময় নজরে রাখছেন ৬ সদস্যের মেডিক্যাল টিম। বিশেষজ্ঞ দলে রয়েছেন কার্ডিওলডি, বক্ষ, অর্থপেডিক, নেফ্রোলজি , মেডিসিন, এন্ডোক্রিনোলজির চিকিৎসকেরা। যদিও আজ পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীলই রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।