স্বাস্থ্য পরীক্ষার পর সিজিও কমপ্লেক্সে অর্পিতাকে ফের জিজ্ঞাসাবাদ ইডির, আজই তোলা হবে আদালতে

0
1

এসএসসি দুর্নীতি মামলায় শনিবার বিকেলেই অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। তারপর তাঁকে নিয়ে যাওয়া হয় জোকার ইএসআই হাসপাতালে। সেখানেই টানা তিন ঘণ্টা চলে তাঁর স্বাস্থ্য পরীক্ষা। এরপর রাতেই অর্পিতাকে নিয়ে ইডির কনভয় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছে যায়। রবিবার আদালতে তোলা হবে তাঁকে।

আরও পড়ুন: Arpita Mukherjee: অর্পিতার ‘কুবেরের ধন’ উদ্ধারে ৪০ টি ট্রাঙ্ক পাঠাল আরবিআই!

শনিবার রাতভর অর্পিতাকে জিজ্ঞাসাবাদ চালায় ইডি আধিকারিকরা।কীভাবে তাঁর বাড়িতে এত টাকা এল, তা জানার চেষ্টা করেন তাঁরা।

প্রসঙ্গত, শুক্রবার সকাল থেকে পার্থ চট্টোপাধ্যায়কে ম্যারাথন জেরা করে ইডি। সেই সূত্র ধরেই তল্লাশি চালানো হয় অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে। শুক্রবার সন্ধ্যায় ইডি দাবি করে, অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা, লক্ষাধিক টাকার সোনার গয়না, ২০টি মোবাইল ফোন ও নানান গুরুত্বপূর্ণ নথি।এরপরই টাকার উৎস নিয়ে অর্পিতাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালায় ইডি। সকালেই তাঁকে আটক করে তারা। তারপর এদিন বিকেলে গ্রেফতার করা হয়। যদিও গ্রেফতারের পর অর্পিতা জানান, ‘আমি নির্দোষ, এটা বিজেপির চাল’।