Wriddhiman Saha: ঋদ্ধিকে বঙ্গভূষণ সম্মান দিচ্ছে রাজ্য সরকার

0
1

বঙ্গভূষণ সম্মান পাচ্ছেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। ঋদ্ধিকে বঙ্গভূষণ সম্মান দিচ্ছে রাজ্য সরকার। ২৫ জুলাই নজরুল মঞ্চে এই সম্মান তুলে দেওয়া হবে তাঁর হাতে। এই সম্মান পেয়ে গর্বিত পাপালি। শুক্রবারই রাজ‍্য সরকারের কাছ থেকে চিঠি পান ঋদ্ধি।

এই সম্মান পেয়ে উচ্ছসিত ঋদ্ধি। এই নিয়ে পাপালি বলেন,” আমি গর্বিত। দীর্ঘ দিন বাংলার হয়ে খেলেছি। আমাকে যোগ্য মনে করেছে বলেই এই সম্মান দেওয়া হয়েছে। নবান্ন থেকে আগেই ফোন করেছিল। শুক্রবার চিঠি পেলাম। গোটা বিষয়টিতে আমি খুবই উচ্ছসিত এবং গর্বিত।”

দীর্ঘদিন ভারতীয় দলের জার্সি গায়ে দাপিয়ে খেলেছেন ঋদ্ধি। কিন্তু এই বছর সময়টা খুব একটা ভালো যায়নি পাপালির। এই বছরই তাঁকে ভারতীয় দল থেকে বাদ দেওয়া হয় তাঁকে। জাতীয় দলে আর ফেরানো হবে না বলে জানিয়েও দেওয়া হয়েছে ঋদ্ধিকে। এমনকি দীর্ঘদিন ধরে বাংলার হয়ে খেলার পর এবছরই ঋদ্ধি বাংলা ছেড়েছেন। ত্রিপুরার হয়ে খেলবেন বলে জানিয়েছেন তিনি। সিএবি কর্তাদের একাংশের সঙ্গে দূরত্ব তৈরি হওয়াতেই বাংলা ছাড়ার সিদ্ধান্ত নেন ঋদ্ধিমান।

ভারতের জার্সি গায়ে ৪০টি টেস্ট খেলেছেন তিনি। খেলেছেন ন’টি এক দিনের ম্যাচ। প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি ১২২টি ম্যাচ খেলেছেন। ভারতের হয়ে তিনটি শতরান রয়েছে তাঁর। বাংলার হয়ে দুরন্ত পারফরম্যান্সও করেছেন পাপালি।

আরও পড়ুন:BCCI: আইপিএলের টাকা ঘরোয়া ক্রিকেটের উন্নয়নে কাজে লাগাবে বোর্ড : সূত্র