মন্ত্রিসভা থেকে বাদ পড়ার মুখে পার্থ?

0
1

পার্থ চট্টোপাধ্যায়কে আপাতত মন্ত্রিসভা ছাড়তে হতে পারে। শুক্রবার রাতে তিনি যদি গ্রেপ্তার নাও হন, তাঁকে সরানোর পক্ষেই দলের নেতৃত্ব। যেভাবে নিয়োগ দুর্নীতি নিয়ে কথা উঠছিল এবং তারপর যেভাবে তাঁর ঘনিষ্ঠ মহিলার বাড়ি থেকে 20 কোটি টাকা উদ্ধার হল, আরও যা যা শোনা যাচ্ছে, জনমানসে এসবের তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া। ফলে পার্থকে মন্ত্রিসভা ও দলের পদ, দুটোই ছাড়তে হতে পারে। তবে এবিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

আরও পড়ুন:তৃণমূলের একাংশের আফশোস, সেদিন অভিষেক মডেল মেনে নিলে আজ এই অবস্থা দেখতে হতো না