Partha Chatterjee: রাত পেরিয়ে সকাল, এখনও চলছে জিজ্ঞাসাবাদ

0
2

কেটে গেল ২৪ ঘণ্টা, এখনও চলছে জিজ্ঞাসাবাদ। ইডি(ED) সূত্রে খবর তদন্তে সহযোগিতা করছেন না এসএসসি (ssc) কাণ্ডে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। গতকাল রাত্রে জিজ্ঞাসাবাদ চলাকালীন অসুস্থ হয়ে পড়েন তিনি। খবর দেওয়া হয় চিকিৎসকদের, তারপর রাত পেরিয়ে সকাল হয়ে গেলেও পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে এখনও ইডির আধিকারিকরা।

ইডি সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। সূত্রের দাবি, পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee), অর্পিতার আত্মীয় এবং পার্থ চট্টোপাধ্যায়ের আত্মীয়দের নামে প্রচুর সম্পত্তি রয়েছে। তদন্তের স্বার্থে সেই সমস্ত সম্পত্তির সন্ধান পাওয়ার চেষ্টা করছেন ইডি-র অফিসাররা। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রয়েছে নেতাজি নগর থানার পুলিশও।