India Team: ভারতের ড্রেসিংরুমে ব্রায়ান লারা, ছবি পোস্ট বিসিসিআইয়ের

0
14

এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ (West Indies) সফরে রয়েছে ভারতীয় দল (India)। শুক্রবারই ক‍্যারিবায়ানদের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে জয় পেয়েছে শিখর ধাওয়ানের (Shikhar Dhawan) নেতৃত্বাধীন টিম ইন্ডিয়ি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাত্র তিন রানে পাওয়া জয় পেয়েছে তারা। আর এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল শিখর ধাওয়ানরা। এরপরই জয়ের পরে আনন্দে মেতে ওঠে ভারতীয় দল। আর এর মধ্যেই ভারতীয় দলের ড্রেসিংরুমে চলে আসেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারা। ভারতের ড্রেসিংরুমে তাঁর উপস্থিতিতে উচ্ছ্বাসে ফেটে পড়েন ভারতের ক্রিকেটাররা। লারার সঙ্গে গল্প করতে দেখা যায় ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়কে।

প্রাক্তন ক‍্যারিবিয়ান ক্রিকেটার ব্রায়ান লারার ড্রেসিংরুমে আসার ভিডিও শেয়ার করে বিসিসিআই। লারাকে স্বাগত জানিয়েছেন যুজবেন্দ্র চ‍্যাহাল, ভারতীয় অধিনায়ক শিখর ধাওয়ান, সহ-অধিনায়ক শ্রেয়াস আইয়ার। এমনকি লারার সঙ্গে জমিয় গল্প করতে দেখা যায় টিম ইন্ডিয়ার কোচ ও প্রাক্তন অধিনায়ক রাহুল দ্রাবিড়কে। সেই ছবি শেয়ার করার পাশাপাশি বিসিসিআই ক্যাপশনে লিখেছে- এক ফ্রেমে দুই কিংবদন্তি।

আরও পড়ুন:Wriddhiman Saha: ঋদ্ধিকে বঙ্গভূষণ সম্মান দিচ্ছে রাজ্য সরকার