অর্পিতার গ্রেফতারের ইডি-র নজরে এবার মোনালিসা, কে তিনি?

0
3

তিনি অধ্যাপিকা আর পার্থ চট্টোপাধ্যায় ছিলেন শিক্ষামন্ত্রী। সেই হিসেবেই যোগাযোগ। একেবারেই শ্রদ্ধার সম্পর্ক। দাবি পশ্চিম বর্ধমানের কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোনালিসা দাসের (Monalisa Das)। কিন্তু মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ঘনিষ্ঠ মডেল-অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ২১ কোটি ২০ লক্ষ টাকা-সহ গয়না ও বিদেশী মুদ্রা উদ্ধার হওয়ার পরেই ইডি-র নজরে মোনালিসাও।

শনিবারই, গ্রেফতার করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukharjee)। এরপরেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) নজরে অধ্যাপক মোনালিসা দাস। তৎকালীন শিক্ষামন্ত্রীর সঙ্গে তাঁরও ঘনিষ্ঠতা বলে ইডি সূত্রে খবর। প্রশ্ন উঠছে, মোনালিসার বিপুল পরিমাণ সম্পত্তি নিয়েও। মোট ১০ টি ফ্ল্যাট রয়েছে তাঁর। ফ্ল্যাটগুলি ছাড়াও শান্তিনিকেতন (Santiniketan), নদিয়ায় বাড়ি রয়েছে মোনালিসার নামে। শান্তিনিকেতনের বাড়ির নাম ‘অপা’। তবে, মোনালিসার দাবি, তিনি সততার সঙ্গে বাঁচেন।

আসানসোলের (Asansol) কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের ২০১৪-তে বাংলা বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন মোনালিসা। সেসময় শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ। খুব সময়ের মধ্যেই বিভাগীয় প্রধান হন তিনি। মোনালিসার এই উত্থান নিয়েও উঠছে প্রশ্ন। এবার মোনালিসাকে জিজ্ঞাসাবাদের কথা ভাবছে ইডি।

আরও পড়ুন- ভয়াবহ দুর্ঘটনা যোগীরাজ্যে, হাথরাসে ৬ শিবভক্তকে পিষে দিল ট্রাক