CBSE 12 Result: মেয়েদের জয়জয়কার,৯৯% পেলেন কলকাতার ২ ছাত্রী

0
1

সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই-র দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষার ফলাফল প্রকাশ করল। এবারে পাশের হারের নিরিখে ছেলেদের ছাপিয়ে গিয়েছে মেয়েরা। কলকাতার অন্যতম নামী স্কুল থেকে প্রথম স্থান অধিকার করেছেন দুই ছাত্রী – জাহ্নবী এবং অভিয়া। দু’জনেরই প্রাপ্ত নম্বর ৪৯৫ (৯৯ শতাংশ)।  অভিয়া রায় হিউম্যানিটিজ এবং জাহ্নবী সাউ বিজ্ঞান বিভাগের ছাত্রী।  দু’জনেই ৫০০-র মধ্যে ৪৯৫ নম্বর পেয়েছেন। তাঁরা দু’জনেই কলকাতার সাউথ পয়েন্ট স্কুলের ছাত্রী।

আরও পড়ুন:প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির রেজাল্ট, পাশের হার ৯২.৭১ শতাংশ

মেধাতালিকা প্রকাশিত হয়ছে। যেখানে ৩৩ হাজার ৪৩২ জন ৯৫ শতাংশের বেশি নম্বর পেয়েছে। এ বারে পরীক্ষায় পাশ করেছে মোট পরীক্ষার্থীদের ৯২.৭১ শতাংশ। পাশের শতাংশের হারেও ছাত্রীরা টেক্কা দিয়েছে ছাত্রদের। মেয়েদের পাশের হার যেখানে  ৯৪.৫৪ শতাংশ, সেখানে ছাত্রদের মধ্যে ৯১.২৫ শতাংশ পরীক্ষায় পাশ করেছে।

সিবিএসই-র ছাত্রছাত্রীরা ওয়েবসাইট থেকেই দেখে নিতে পারবেন তাঁদের রেজাল্ট। কী ভাবে ছাত্রছাত্রীরা রেজাল্ট দেখতে পাবেন তার বিশদও জানানো হয়েছে সিবিএসই-র তরফেই। তারা জানিয়েছে, দু’টি ওয়েবসাইটে রোল নম্বর এবং স্কুলের নম্বর ব্যবহার করে রেজাল্ট ডাউনলোড করতে পারবেন ছাত্র ছাত্রীরা।