বলিউডের (Bollywood) সুপারস্টার এবার স্পেশাল ফটোশ্যুট করে চমকে দিলেন সবাইকে। সম্প্রতি ভাইরাল হয়েছে রণবীরে সিং-এর (Ranveer Singh) কিছু ছবি, যেখানে দেখা যাচ্ছে দেহে এক টুকরো সুতো পর্যন্ত নেই। সম্পূর্ণ অনাবৃত দেহে একটি ম্যাগাজিনের ফটোশ্যুট করেছেন তিনি। সদর্পে জানিয়েছেন সবার সামনে নগ্ন হতে তাঁর কোনও সমস্যা নেই। এরপরই টলিউড অভিনেত্রি মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) সামাজিক মাধ্যমে এই নিয়ে মন্তব্য করেন।
বলিউডের জনপ্রিয় নায়ক রণবীর সিং (Ranveer Singh)। খুব অল্প সময়ের মধ্যেই খ্যাতির শিরোনামে পৌঁছে গেছেন তিনি। সবথেকে চমক তাঁর জীবনযাত্রায়। তিনি এমন একজন তারকা, নিয়ে কোনও ভবিষ্যদ্বাণী করা যায় না। সব সময় ভিন্ন কিছু করতে বিশ্বাসী রণবীর। তাঁর বোল্ড ছবি দেখে কার্যত দু’ভাগ হয়েছে নেটমাধ্যম। একদল যেমন অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ, অন্যদিকে কিছু নেটিজেন আবার কটাক্ষ করেছেন তাঁকে। নেটিজেনরা যেমন নিজেদের মন্তব্য জানিয়েছেন রণবীরের বোল্ড ফটোশ্যুট (Bold Photoshoot) দেখে, প্রতিক্রিয়া দিয়েছেন সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তীও (Mimi Chakraborty)। সোশ্যাল মিডিয়ায় রণবীরের নগ্ন ছবি শেয়ার করে মিমি লিখেছেন, নেটমাধ্যমে সকলে এই ছবির প্রশংসা করছেন। এই পরিস্থিতি যদি একটু ভিন্ন হত এবং এটা যদি কোনও মহিলা করতেন তাহলেও একই ভাবে তার প্রশংসা করতেন? নাকি তাঁকে ‘খারাপ মেয়ে’ বলে বর্ণনা করা হত বা তাঁর বাড়ি জ্বালিয়ে দেওয়ার বা মেরে ফেলার হুমকি দেওয়া হত?
Internet broke with Ranveer singh’s latest photoshoot and comments were ???(mostly).Just wondering if the appreciation would hav been same if she was a woman.Or would u have burned her house down,taken up morchas given her a death threat and slut shamed her.(1/1)
— Mimi chakraborty (@mimichakraborty) July 21, 2022
রণবীর যে কাজটা করেছেন বলিউডের কোনও প্রথম সারির অভিনেতার এহেন সাহসিকতা সচরাচর চোখে পড়ে না। বরাবরই জীবনকে নিজের ছন্দে ও শর্তে বাঁচতে চেয়েছেন তিনি। তাঁর ফ্যানরা জানেন, এটাই ‘ব্র্যান্ড রণবীর’। এবারও তাই করেছেন তাঁদের প্রিয় তারকা। তবে নেট দুনিয়া আপাতত সরগরম রণবীরের বোল্ড ফটোশ্যুট নিয়ে।