Neeraj Chopra: প্রথম থ্রো’তেই বাজিমাত, বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে নীরজ

0
1

বিশ্ব  অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের (World Athletics Championship) ফাইনালে নীরজ চোপড়া (Neeraj Chopra)। শুক্রবার ভোরে বিশ্ব চ‍্যাম্পিয়নশিপে যোগ‍্যতা-অর্জন পর্বের এ বিভাগে প্রথম থ্রো’তেই বাজিমাত করলেন টোকিও অলিম্পিক্সের সোনার পদক জয়ী। ছুড়লেন ৮৮.৩৯ মিটার, ব‍্যাস পৌঁছে গেলেন বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে। ফাইনালে যেতে কার্যত কোনও ঘামই ঝরাতে হল না তাঁকে। এক থ্রো’তেই বাজিমাত করলেন নীরজ। আর এরফলে প্রথমবার বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেলেন ভারতীয় তারকা। অলিম্পিক্সের পর আরও একটি পদকের হাতছানি নীরজের সামনে।

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে সরাসরি যোগ্যতা অর্জন করতে নীরজকে জ‍্যাভলিন থ্রো করতে হত ৮৩.৫০ মিটার দূরে। আর প্রথম থ্রোতে ৮৮.৩৯ মিটার ছুড়ে সেই কাজটাই সহজে করে ফেললেন নীরজ। দ্বিতীয় সুযোগের আর প্রয়োজনই হল না তাঁর। ফাইনালে নীরজের সামনে ইতিহাস গড়ার সুযোগ আছে। আগামী রবিবার সকালে ওরেগানে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ট্র্যাকে নামবেন ভারতীয় তারকা।

আরও পড়ুন:AIFF: ফিফার দেওয়া সময়সীমার মধ্যেই হতে পারে ফুটবল ফেডারেশনে নির্বাচন