পার্থর পাশাপাশি পরেশ-মানিক-এসপি সিনহা-চন্দন মন্ডল সহ ১৩ জনের বাড়িতে একযোগে ইডির তল্লাশি

0
1

সিবিআইয়ের পর এবার টেট দুর্নীতি মামলায় চন্দনের বাড়িতে হানা দিল ইডি। সূত্রের খবর, এদিন সকাল ৯টা নাগাদ বাগদায় চন্দন মন্ডলের বাড়িতে ইডির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল আসে। তবে তালা বন্ধ থাকায় প্রথমে বাড়ির মধ্যে প্রবেশ করিতে পারেননি ইডি-র আধিকারিকেরা (ED officials waited outside the house)। প্রায় সাড়ে তিন ঘণ্টা কেটে যাওয়ার পর বাড়ির দুই মহিলা সদস্য এসে তালা খুলে দেন ৷ এরপরই ভেতরে প্রবেশ করেন ইডি আধিকারিকরা ৷
এদিকে বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় চন্দনকে শুক্রবার সশরীরে হাইকোর্টে হাজির হতে বলেন। নির্দেশ মেনে বিকালে হাইকোর্টে হাজিরাও দেন চন্দন। প্রসঙ্গত, রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাসের “সৎ রঞ্জন” কাহিনী প্রকাশ্যে আশায় হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু হয়। পরে জানা যায়, কাহিনীর রঞ্জন হলেন বাগদার মামা ভাগ্নের চন্দন মণ্ডল।
শুক্রবার সকালে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতেও যান ইডি আধিকারিকরা।একই সঙ্গে ১৩ টি জায়গায় তল্লাশি তালানো হয়।এসএসসির প্রাক্তন উপদেষ্টা এসপি সিনহার বাড়িতেও তল্লাশি চালায় ইডি। এরই পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় , প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য, অলোক সরকার , শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়িতেও দীর্ঘক্ষণ তল্লাশি চালান ইডি আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর পাহারাতেই চলে এই তল্লাশি।ইডির এই অতি তৎপরতাকে বিজেপির ‘প্রতিহিংসার রাজনীতি’ বলে উল্লেখ করেছেন শাসকদলের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, ২১ জুলাই কেন্দ্রের সমালোচনা করায় প্রতিহিংসাপরায়ন হয়ে শুক্রবার সকাল থেকেই ইডি তৎপর হয়ে উঠেছে।