করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট, রয়েছে মৃদু উপসর্গ

0
6

করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার প্রশাসনের তরফে জানানো হয়েছে, মৃদু উপসর্গ রয়েছে তাঁর। আপাতত নিভৃতবাসে রয়েছেন তিনি।

আরও পড়ুন:দেশের ১৫ তম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা মোদি-মমতার, শুভেচ্ছাবার্তা যশবন্ত সিনহারও

হোয়াইট হাউসের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘মার্কিন প্রেসিডেন্ট কোভিড টিকার দু’টি ডোজই নিয়েছেন তিনি। দু’বার বুস্টার ডোজও নিয়েছেন। মৃদু উপসর্গ রয়েছে।সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের নির্দেশিকা মেনে হোয়াইট হাউসে নিভৃতবাসে থাকবেন তিনি। সেখান থেকেই সমস্ত সরকারি কাজ করবেন।’

মার্কিন প্রেসিডেন্টের দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বাইডেন ভিডিওবার্তায় জানান, আজ সকালে তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তবে উদ্বেগের কিছু নেই। তাঁর মৃদু উপসর্গ রয়েছে। জো বাইডেন করোনা আক্রান্ত হলেও তাঁর স্ত্রীর রিপোর্ট নেগেটিভ এসেছে। মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন জানিয়েছেন, তিনি করোনা আক্রান্ত হননি।