মমতা ‘আয়রন লেডি’র মতো লড়াই করছেন, জয় নিশ্চিত : শত্রুঘ্ন সিনহা

0
1

বহুত জান হ্যায় ইস ভিড় মে! সভামঞ্চ থেকে বক্তৃতার শুরুতেই বললেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা। উল্লাসে ফেটে পড়ল ধর্মতলা। জনজোয়ার কলকাতার বুকে। সাংসদ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় হুইল চেয়ারে বসে ভারতীয় জনতা পার্টিকে হারিয়েছেন। মানুষের বিশ্বাস মমতার সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় ‘আয়রন লেডি’র মতো লড়াই করছেন, জয় নিশ্চিত।

মমতাকে বাংলার বাঘিনী বলে সম্বোধন করেন শত্রুঘ্ন সিনহা। বললেন, ‘‘দেশের সবচেয়ে লড়াকু, সৎ এবং সফল নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা দেশের কাছে তিনি মুক্তির সূর্য।’’ শত্রুঘ্ন বলেন, আমি বিজেপিতে ছিলাম। অভূতপূর্ব প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। এখন তানাশাহি চলছে দেশজুড়ে। তিনি বলেন, বাংলা আজ যা করে দেশ আগামিকাল করে, বাংলা আজ যা ভাবে, দেশ তা ভাবে আগামিকাল।