বাংলাদেশের মোংলা-চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে চায় ভারত

0
1

খায়রুল আলম, ঢাকা

এবার সিঙ্গাপুর ও কলম্বোর বিকল্প হিসেবে মোংলা (Mongla) ও চট্টগ্রাম বন্দর (Chittagong port) ব্যবহার করতে চায় ভারত (India)। এ বিষয়ে বাংলাদেশ সরকারের (Bangladesh Government) কাছে ভারতের তরফ থেকে আগ্রহ প্রকাশ করেছেন ঢাকায় ভারতের বিদায়ী হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।বৃহস্পতিবার সচিবালয়ে এমন তথ্য জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

প্রতিমন্ত্রী বলেন, ‘সিঙ্গাপুর এবং কলম্বো বন্দরের বিকল্প হিসেবে মোংলা এবং চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে চায় ভারত। সে ক্ষেত্রে এনবিআরের ক্লিয়ারেন্স পেলেই ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য দুই দেশের মধ্যে শিপিং সেক্টরের অনেক বিষয় করোনা ও অন্যান্য কারণে আটকে রয়েছে বেশ কিছুদিন ধরে। সেগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। সূত্রের খবর, বিভিন্ন নৌরুট ড্রেজিং, চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার, ভারতের বিশাখাপত্তম ও কৃষ্ণাপত্তনম বন্দর ব্যবহার, খাগড়াছড়ির রামগড় স্থলবন্দরে ইমিগ্রেশন ব্যবস্থা চালুসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এই আলোচনার ফল অত্যন্ত আশাব্যঞ্জক হবে বলে মনে করা হচ্ছে।