প্রবল বৃষ্টি উপেক্ষা করেই চলছে একুশের শহিদ তর্পণ, ব্যাপক বৃষ্টির মাঝেই বক্তব্য রাখছেন অভিষেক

0
1

প্রবল বৃষ্টি উপেক্ষা করেই চলছে ২১ জুলাইয়ের সভা। লক্ষ লক্ষ মানুষ ঠায় ভিজে চলেছেন। এক ইঞ্চি জায়গা থেকে নড়েননি কেউ। প্রবল বৃষ্টিতেই বক্তব্য রাখলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২১ শের আবেগের কাছে ম্লান বাকি সবকিছু।

নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর বলে থাকেন একুশে জুলাই হবে আর বৃষ্টি হবে না তা হয় নাকি। এই দিনটি বরুণ দেব আমাদের আশীর্বাদ করেন। বৃষ্টি হওয়া মানে দিনটি শুভ। আর সেই প্রবল বৃষ্টির মাঝেই বক্তব্য রাখছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা।