Singer Zubeen Garg: অসমে গুরুতর অসুস্থ জুবিন গর্গ, এয়ার অ্যাম্বুল্যান্সে স্থানান্তরিত করার চেষ্টা

0
4

বাথরুমে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী জুবিন গর্গ (Zubeen Garg)। আজ বুধবার সকালে অসমের ডিব্রুগড়ের (Debrugarh of Assam) হোটেলের বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি। তড়িঘড়ি তাঁকে ডিব্রুগড়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি আই সি ইউ -তে (ICU) চিকিৎসাধীন।

অসুস্থ সঙ্গীত শিল্পী তথা মিউজিক কম্পোজার জুবিন গর্গ (Zubeen Garg), উদ্বিগ্ন অসম সরকার (Assam Government)। জুবিন গর্গের অসুস্থতা নিয়ে খোঁজ নেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswasharma)। তিনি ডিব্রুগড়ের ডেপুটি কমিশনারকে চিকিৎসা ব্যবস্থায় সমস্ত রকমের সহায়তার নির্দেশ দিয়েছেন। আজ সকালেই বাথরুমে পড়ে গিয়ে শিল্পী আহত হয়েছেন। আপাতত তিনি অসমেই আছেন, তবে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে তাঁকে চিকিৎসার জন্য তাঁকে বাইরে নিয়ে যাওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই এয়ার অ্যাম্বুল্যান্স (Air Ambulance) প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী কেশব মোহান্ত। তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। কিছুদিন আগেই বাংলার বুকে অনুষ্ঠান করার পর হোটেলে ফিরে অসুস্থ হয়ে পড়েন বিখ্যাত গায়ক কেকে (KK)। তারপর তাঁর মৃত্যু হয়। আজ জুবিনের দুর্ঘটনায় শঙ্কিত তাঁর অনুরাগীরা । প্রত্যেকেই প্রিয় গায়কের দ্রুত আরোগ্য কামনা করেছেন।