হাওড়ায় ৬ জনের রহস্যমৃত্যু! মদের ঠেকে ভাঙচুর

0
1

মদ্যপানের পর হাওড়ার ঘুসুড়িতে ৬ জনের রহস্যমৃত্যু। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। মৃতের পরিবারের দাবি মদে বিষক্রিয়ার জেরেই এই মৃত্যুর ঘটনা ঘটেছে। গুরুতর অসুস্থ অবস্থায় ২০ জনকে  হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। উত্তেজিত জনতা মদের দোকানে ব্যাপক ভাঙচুর চালায়। ঘটনাস্থলে পৌঁছেছেন হাওড়া পুলিশ সুপার। ইতিমধ্যেই মদ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন:শহরে জনজোয়ার!২১শে জুলাইয়ের সমাবেশ ঘিরে রঙিন ছবি

মৃতদের পরিবারের তরফে জানানো হয়েছে, ওই এলাকার বেশ কিছু মানুষ মঙ্গলবার রাতে মদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। মদ খাওয়ার কিছুক্ষণ পরই অনেকেরই বমি শুরু হয়। পরে গুরুতর অসুস্থ হয়ে এদের মধ্যে অনেকে বাড়িতেই মারা যান। খবর পেয়ে মালিপাঁচঘড়া থানার আধিকারিকরা মৃতদেহগুলি নিয়ে যায়। প্রায় ২০ জনকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলেও জানা গিয়েছে। এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, গতকাল রাত থেকে ৬ জনের মৃত্যু হয়েছে। তারা প্রত্যেকেই একই ঠেকে মদ্যপান করেছিলেন বলেই খবর। ফলত মদ্যপানের জেরেই এই ঘটনা বলে অনুমান পুলিশের। তবে বিষয়টি এখনও নিশ্চিত নয়। তদন্ত শুরু করা হয়েছে। তবে ইতিমধ্যেই মদের দোকানটিকে সিল করে দিয়েছে পুলিশ।